
মোঃ নেছার উদ্দিন স্টাফ রিপোর্টারঃ আগামী ৮ নভেম্বর শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টা থেকে কাউন্সিল অধিবেশন শুরু হবে। এতে সারাদেশের বিভিন্ন জেলা, বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। কাউন্সিলে সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা, নীতি-নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। পাশাপাশি ইসলামি ছাত্র সমাজের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সংগঠনের ভূমিকা নিয়েও প্রস্তাব গৃহীত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)। এছাড়া উপস্থিত থাকবেন সংগঠনের সাবেক নেতৃবৃন্দ, দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা তরুণ প্রজন্মের চরিত্রগঠন, আদর্শচর্চা ও নৈতিক শিক্ষার গুরুত্ব বিষয়ে মূল্যবান বক্তব্য রাখবেন। বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মুফতি শামসুল আলম মোহেব্বী বলেন, “বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ইলমে শরীয়ত ও মারেফতের সমন্বয়ে একজন ছাত্রকে রাসূল (সা.) এর মুজাসসাম নমুনায় যুগোপযোগী আদর্শবান ছাত্র হিসেবে গড়ে তোলাই এই সংগঠনের লক্ষ্য। আমাদের এই কাউন্সিল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আদর্শ ও দায়িত্ব ছড়িয়ে দেয়ার মঞ্চ। ছাত্রসমাজকে নবী আদর্শের যোগ্য সৈনিক, দেশপ্রেমিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই এই কাউন্সিলের মূল উদ্দেশ্য।” উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ প্রতিষ্ঠালগ্ন থেকেই অরাজনৈতিক সংগঠন হিসেবে শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণ সমাজকে ইসলামি আদর্শে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার পরিবেশ সৃষ্টিতেও নিরলসভাবে কাজ করছে।