যুদ্ধে আহতদের সেবার মহান ব্রত নিয়ে ১৮৬৩ সালের এই দিনে রেডক্রস/রেড ক্রিসেন্ট নামক সেবামূলক প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয়- “Everything we do-comes from the heart” বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গাইবান্ধা ইউনিট এর আয়োজনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস-২০২৩ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে পাবলিক লাইব্রেরী, গাইবান্ধায় বিশ্ব রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মহামতি জ্বিন হেনরী ডুনান্ট এঁর ১৯৫ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়।