সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ (৫) ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর জন্মদিন পালন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে গোবিন্দগঞ্জ পয়েন্টের একটি মার্কেটে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।
জাতীয় দৈনিক “ঢাকা প্রতিদিন” এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামীম আহমদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুগান্তর পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনি, ইনকিলাব পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা, মাতৃজগত পত্রিকার বিশেষ প্রতিনিধি এম ডি খালেদ, বাংলাদেশ সমাচার পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি এম ডি সাজ্জাদ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক রেজ্জাদ আহমদ, রুবেল আহমদ, ওযুদ আলম প্রমুখ।
শেষে মুহিবুর রহমান মানিক এমপির সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক কাজী রেজাউল করিম রেজা।