গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১ হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদফতর।
শনিবার দুপুরে উপজেলার ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটা মোড় এলাকায় অভিযান চালিযে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আলমগীর হোসেন (৫০) ও তার ছেলে হাসান আলী (২৫) । তাদের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার কালিকাটাল গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নাইম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানের দিনাজপুর-ঢাকাগামী শ্যামলী এনআর পরিবহনে অভিযান চালানো হয়। এসময় গায়েঁ বিশেষ কায়দায় রাখা অবস্থায় আলমগীর হোসেন ও তার ছেলে হাসান আলীর দেহ তল্লাশী করে এক হাজার নেশা জাতীয় অবৈধ বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।