গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধা সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল মঙ্গলবার স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। কাউন্সিলের উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হীরু। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি, প্রমুখ।
প্রধান অতিথি আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, বিএনপি ও জামায়াত জোট সরকার ক্ষমতায় গিয়ে দুর্নীতি, টেন্ডারবাজি, ধর্ষণ, দুর্নীতি ও লুটপাট করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রার কারণে যোগাযোগ, বিদ্যুৎ ক্ষেত্রসহ বিভিন্ন সেক্টরের ব্যাপক উন্নয়ন করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান টেন্ডারবাজি ও দুর্নীতির সাথে জড়িত ছিল। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অটিজম ও প্রতিবন্ধীসহ বিভিন্ন সেক্টরে ভুমিকা রাখায় প্রশংসা কুড়িয়েছেন।