গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান: বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ মার্চ (মঙ্গলবার) গোবিন্দগঞ্জ হাসপাতালে সংলগ্ন এক বিল্ডিংগে সকাল ৮ থেকে শান্তিপূর্ণ ভাবে ২০৮ জন ভোটার তাদের এ ভোটাধিকার দুপুর ২ টা পর্যন্ত প্রদান করবেন। (ফারিয়া) উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে ৩ টি পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে। পদ ৩ টি হলো সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। সভাপতি পদে-২ জন, সাধারণ সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন ভোট যুদ্ধে লড়ছেন। সভাপতি পদে লড়ছেন মশিউর রহমান ও বিদ্যুৎ রায়, সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান তারেক ও লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে জাহিদ হোসেন, রায়হান মন্ডল, আল-আমিন ও আতিকুর রহমান। উৎসব মূখর পরিবেশে এ ভোট পরিদর্শণ করেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি, উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ও নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আকন্দ,প্যানেল মেয়র -২ রিমন কুমার তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির, উপজেলা ম্যানেজার ফোরামের সভাপতি খালেদ হোসেন, সাধারণ সম্পাদক আলা উদ্দিন শেখ, উপজেলা বিসিডিএস এর সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজু মিয়া। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইউরাল কোম্পানীর রিপ্রেজনটেটিভ আব্দুল ওয়াহেদ, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ইনফিউশন কোম্পানীর রিপ্রেজনটেটিভ আব্দুল মমিন।