শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:৩৮ অপরাহ্ন
ঘোষনা
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে প্রকৌশলীর মৃত্যু টঙ্গীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৬ ডাকাত। সিএমপি’র ট্রাফিক দক্ষিণের অভিযানে ১৫টি গাড়ি আটক সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ৩৬ লক্ষ টাকার হেরোইনসহ ০২নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। সরকারী চাকুরি করে ‘সবুজ বাংলা সমবায় সমিতি’র সাইনবোর্ড লাগিয়ে সুদের রমরমা ব্যবসা : বহু পরিবার নি:স্ব মোংলায় বিপুল পরিমান বিদেশি সিগারেট সহ একজন আটক গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, (নাছিড় মোড়ল) এর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, মোঃ শিহাব হোসাইন। গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, (নাছিড় মোড়ল) এর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, মোঃ শিহাব হোসাইন। শ্রীপুরে দুর্নীতি মাধ্যমে ভূয়া প্রকল্প দেখিয়ে ৫০ লাখ টাকা অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ কাউন্সিলর হিসেবে আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ কে দেখতে চায় এলাকাবাসী

টঙ্গীতে ৩ টি চোরাইকৃত মোটর সাইকেল সহ ৫ চোর গ্রেফতার।

সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২১ বার পঠিত

গাজীপুর টঙ্গীতে ৩ টি চোরাইকৃত মোটর সাইকেল সহ ৫ চোর গ্রেফতার কে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি টিম টঙ্গী পূর্ব থানাধীন মরকুন, স্টেশন রোড এবং গাজীপুর জেলাধীন কালীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং ১৮/০৩/২০২৩ তারিখ বিকাল ১৬.০০ ঘটিকা হইতে বিভিন্ন সময়ে ০৫(পাঁচ) জন মোটর সাইকেল চোরদেরকে ক) ০১ (এক) টি এপাচি 4v মোটর সাইকেল, খ) ০১ (এক) টি পালসার মোটর সাইকেল ও গ) ০১ (এক) টি ইয়ামাহা এফজেড এস, ভি-১ চোরাই মোটরসাইকেল এবং মোটর সাইকেল চুরি করার যন্ত্রাংশ সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলোঃ ১। রাশেদুল ইসলাম রনি (২৩), পিতা: মোঃ মোনাফ, সাং-দোলং, থানা: চাটমহর, জেলা: পাবনা, বর্তমান ঠিকানা: সাং-কলমেশ্বর (বোর্ড বাজার), থানা: গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর। ২। রকিবুল ইসলাম @ রকিব (২৮), পিতা: মৃত শাহজাহান মিয়া, সাং-নৈবাড়ী (লিছেরটেক), থানা: পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর। ৩। মোঃ হাসিবুল ইসলাম @ শামীম (২৭), পিতা: রুহুল আমিন, সাং-সোনাবা (সোনাবর), থানা: শ্রীপুর, জেলা: গাজীপুর, সাং-মাছিমপুর, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর। ৪। মোঃ সাকিল (২৩), পিত: আলাল মিয়া, সাং-সেনপাড়া, থানা: কালীগঞ্জ, জেলা: গাজীপুর। ৫। মোঃ জুয়েল উদ্দিন (২৫), পিতা: রায়েন উদ্দিন, সাং-মনসুর, থানা: কুলাউড়া, জেলা: মৌলভীবাজার, বর্তমান ঠিকানা: সাং-সেনপাড়া (আমিনুল এর বাড়ির ভাড়াটিয়া), থানা: কালীগঞ্জ, জেলা: গাজীপুর। আসামীগণ দীর্ঘদিন ধরে তার সহযোগীদের সাথে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত হতে মোটর সাইকেল চুরি করিয়া নিজেদের হেফাজতে রাখিয়া টঙ্গী সহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে। আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে। টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানায় উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991