স্পেশাল করেসপন্ডেন্টঃ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার, ৭নং চর রমিজ ইউনিয়নের পরিষদের সামনে দিয়ে যাওয়া চলাচলে সড়কটি নাম রশিদিয়া সকড় । যার ৩ কিলোমিটারের কম রাস্তার বেহাল অবস্থা। রাস্তাটি দীর্ঘ ১০ বছরে নেই কোন উন্নয়নের কাজ।
সরজমিনে গিয়ে দেখা যায় সড়ক অর্ধেকেরও বেশি অংশ রাস্তা থেকে বিচ্ছিন্ন ও গর্তে ভরপুর কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি কোন সংস্কার /নির্মাণ কাজ করা হয়নি। এ অবস্থায় ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ যাতায়াত হচ্ছে শত শত অসুস্থ, অসহায় মানুষ।
আশ্রাফ উদ্দিন ব্যবসায়ী জানান রাস্তাটি কিছু সাইড় বৃষ্টির সৃজনী পানিতে তলিয়ে যায় এরমধ্যে মাঝ পথে অনেক বড় বড় গর্ত পড়ে রয়েছে,কিন্তু ১০বছর কোন মেরামত করে নাই।
রিকশাচালক নূরাজ জানান আমাদের চারপাশের পাঁকা থাকা সত্ত্বেও আমাদের মাঝপথে তিন কিলোর বেহাল রাস্তা থাকার কারণে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয় প্রতিদিন ।
মহিউদ্দিন জানান প্রতিদিন মেইন রোড়ে আসা-যাওয়ার একমাত্র রাস্তা এটি। আমাদের ছেলে, মেয়েদের স্কুল কলেজ, মাদ্রাসায় জীবনের ঝুঁকি নিয়ে অটো করে যেতে হয়। কিন্তু আমাদের এতো দুর্ভোগ থাকলেও এই রাস্তাটুকু দেখার মত কেউ নেই। তবে উক্ত সড়কটি সংস্কার কাজ দ্রুত কার্যকর না হলে বর্ষা সাধারন জনগন আরো চরম ভোগান্তিতে চলাপেরা করতে হবে।
বর্তমান নব নির্বাচিত জনপ্রতিনিধিকে মুঠোফোনে কল করে পাওয়া যায়নি।
উপজেলার এলজিইডি কর্মকর্তা আব্দুর রহিম বলেন সড়কটির স্কিম আজই পাঠানো হয়েছে, ফাইল প্রস্তুত হয়ে আসলে কাজ ধরা হবে। কতদিন সময় লাগতে পারে?জানতে চাইলে তিনি বলেন ৫/৬দিন লাগবে ।