নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধিঃ
২০২১-২০২২ অর্থ বছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়নকরণ প্রকল্পের আওতায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ৫০ জন কৃষক-কৃষাণীদের নিয়ে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা।
পরে হলরুমে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান। উপজেলা উপ সহকারী কৃষি অফিসার নাজমুল হুদার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপ সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোতাহার হোসেন, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক ওয়ালী হাসান প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মোঃ মাহাবুবুর রহমান জানান, স্থানীয় কৃষকদের কৃষি আবহাওয়া তথ্য বিষয়ে সচেতন করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে উপজেলার ৫০ জন কৃষক ও কৃষাণী স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়