মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
ঘোষনা
শাহজাদপুরে ইউএনওর নির্দেশে মাদকের বিরুদ্ধে হুঙ্কার “একেবারে স্পষ্ট জিরো টলারেন্স” তিনজন আটক সালমান শাহ হত্যা মামলায় সামিরা-ডনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ভূমি কর্মকর্তার মেহেদির ঘুষের ফাঁদে শিক্ষক, সরকারি খাল উদ্ধারেও অনিয়মের অভিযোগ! ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত নোয়াখালীতে জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলায়: বিএনপির ১৫ নেতাকর্মী আহত গলাচিপায় মালিকবিহীন তিন মহিষের নিলাম, বিক্রি হলো ১ লাখ ৭৫ হাজার টাকায় ক্যান্সার আক্রান্ত সুরাইয়া বেগম কে আর্থিক সহায়তা প্রধান অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন। আখাউড়া পৌরসভা মসজিদ পাড়া ৪নং ওয়ার্ডে এক ঝুলন্ত লাশ উদ্ধার নীলফামারীর ওয়ালীউল্লাহ অলি বিশ্ব হ্যান্ডরাইটিং চ্যাম্পিয়ন বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব ভূমি কর্মকর্তার মেহেদির ঘুষের ফাঁদে শিক্ষক, সরকারি খাল উদ্ধারেও অনিয়মের অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে মেঘনা গ্রুপের ইউনিক সিমেন্টের নির্মান শিল্পী সম্মেলন অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে ১৪০ (একশত চল্লিশ) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার। হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাসউদ খান জয় নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, আদালতে আসামির আত্মসমর্পণ ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৭ ঝিনাইদহে সরিষার তেলে পোড়া মবিল, একজনের যাবজ্জীবন চট্টগ্রামে লায়ন্স ক্লাবগুলোর যৌথ উদ্যোগে দিনব্যাপী মানবসেবামূলক কার্যক্রম। রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ইমদাদুল হক চ্যানেল এস টিভির রাজশাহী প্রতিনিধি নিযুক্ত জনগণের আস্থা পুনরুদ্ধারে ফরিদগঞ্জে বিএনপির ব্যাপক গণসংযোগ কর্মসূচি সাহেবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ

নান্দাইলে ইটের রাবিশ দিয়ে মাদ্রাসার ছাদ ঢালাই ॥ [ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনিয়মের ভিডিও ভাইরাল ]

স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে ইটের রাবিশ তথা ইটের গুড়ার সাথে বালি ও সিমেন্ট মিশ্রিত করে চালিয়ে যাচ্ছিল চারতলা বিশিষ্ট মাদ্রাসার ভবনের জলছাদ (প্যাটার্ন স্টোন) ঢালাইয়ের কাজ। আকাশ ভূইয়া নামে এক যুবক উক্ত অনিয়ম দেখতে পেয়ে স্থানীয় জনগণের সহযোগীতায় নির্মাণ কাজে বাধা দেয় এবং তা তাঁর ফেসবুক লাইভে প্রচার করে। এসময় উক্ত নির্মাণ কাজের ঠিকাদার ফারুক মন্ডল যুবকের প্রতি ক্ষুব্ধ হয়ে ফেসবুক বন্ধ করার জন্য প্রথমে অনুরোধ জানালেও পরে লাইভ বন্ধ না করায় বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এমনটি ঘটেছে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের পূর্ব দরিল্লা হোছাইনিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজে। বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ন্যায় পূর্ব দরিল্লা হোছাইনিয়া দাখিল মাদ্রাসার পুরাতন ভবন পরিত্যক্ত ঘোষণা করায় চারতলা বিশিষ্ট নতুন ভবন বরাদ্দ করা হয়। কিন্তুু নতুন ভবন নির্মাণ কাজে চলছে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি। ভবনটির মূল ভিত্তি থেকেই অনিয়ম করে আসছিল মন্ডল ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক ফারুক মন্ডল। অনিয়মের কারনে ভবনের ২টি পিলার (কলাম) ভেঙ্গে আবার নতুন করে তৈরি করা হয়। এছাড়া ভবনের ভিমের ঢালাই কাজে ভাইব্রেটার মেশিন সঠিকভাবে ব্যবহার না করায় ভবনের ভিমের ভিতর ফাপা জায়গা রয়ে গেছে বলেছে স্থানীয় বাসিন্দাদের ধারনা। এরকম ভবনের কাঠামোগত গঠনে রয়েছে অনেক ত্রুটি। সেন্টারিং খুটি নূন্যতম ৩ সপ্তাহের পর খোলার কথা থাকলেও ২ সপ্তাহ যেতে না যেতেই তা খুলে ফেলা হয়েছে। এতে করে নতুন ভবনটি ঝুঁকিপূর্ণ থেকে যাবার সম্ভাবনা রয়েছে। তাঁর উপর ভবনের ছাদ ঢালাইয়ে কাজে নানাবিধ ত্রুটি ধরা পড়েছে। সরজমিন গিয়ে জানাগেছে, শুক্রবার সরকারি ছুটির দিনে ইঞ্জিনিয়ার ছাড়াই ইটের রাবিশ দিয়ে যেনতেন ভাবে জলছাদ (প্যাটার্ন স্টোন) ঢালাই কাজ করা হচ্ছিল। তবে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা ছিলেন না। পরে স্থানীয় যুবক ও সাধারন জনগণ এতে বাধা প্রদান করায় কাজ ছেড়ে পালিয়েছে ঠিকাদার ও নির্মাণ কাজে সহযোগী কারিগররা। এ সময় স্থানীয় বাসিন্দা আব্দুর রাশিদ(৫৫) অভিযোগ করে বলেন, কোন কর্মকর্তা উপস্থিত না থাকার সুযোগে ইটের গুড়া এবং শুধু বালি দিয়ে ঢালাইলের কাজ করছিল। দেবার সময় স্থানীয়রা বাধা প্রদান করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো ঘটনাটি নিজ মোবাইলে ভিডিও করা মোজাহিদুল ইসলাম আকাশ ভূইয়া বলেন, ঢালাই দিতে বারণ করলে সেখানে দাঁড়িয়ে থাকা ঠিকারদার আমাদের নামে মামলা করার হুমকী দেন। প্রতিবেশি ইসহাক (৭০) ও আলতাফ হোসেন(৫৩)জানান, ভবনের প্রতিটি ভিমে পর্যাপ্ত ভাইব্রেটার দেওয়া হয়নি। এ কারণে সর্বত্র সমানভাবে ঢালাই পৌছেনি। তাছাড়া ভবনের দুটি পিলারও ভেঙ্গে নুতন করে করা হয়েছে। অত্র মাদ্রাসা সুপার আব্দুর রহিম বলেন,ভবন নির্মানের জন্য জমি দিয়েছি। কাজ কেমন হচ্ছে তা দেখবেন প্রকৌলশীরা। আমরা এসবের কি বুঝি। তবু ছাদ ঢালাইয়ের দিনে ছিলাম। এ বিষয়ে ঠিকাদার ফারুক মন্ডল বলেন, আমি সিডিউল মোতাবেক কাজ করে যাচ্ছি। কোথাও কোন অনিয়ম নেই। এলাকার লোকজন অহেতুক চাপ সৃষ্টি করায় কাজ করা যাচ্ছেনা। তারা কি চায় ? প্রয়োজনে কাজ বন্ধ থাকবে। আমি প্রতিষ্ঠানের কাজ করি। আপনারা যা পারেন তা করেন। তবে ভবনের দুটি কলাম ভাঙ্গা এবং নতুন ভাবে নির্মাণের বিষয় জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। এ দিকে ময়মনসিংহে জেলা সহকারী শিক্ষা প্রকৌশলী ফখরুল ইসলাম বলেন, উক্ত ভবন নির্মাণে দুটি কলামের ত্রুটি ছিল বিধায় তা ভেঙ্গে আবার নতুন করে নির্মাণ করা হয়েছে। জলছাদ ঢালাইয়ের কাজে ঠিকাদার আমাদেরকে জানান নাই। সরকারি ছুটির দিনে তিনি গোপনে এ কাজ করেছে বলে শুনেছি। ইটের রাবিশ দেওয়া নিত্যান্তই অন্যায়। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি অবহিত করবো।
ছবি-সংযুক্ত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991