মোঃ আফফান হোসাইন আজমীর, রংপুরঃ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর ও আউটডোরে চিকিৎসাসেবা বন্ধ রেখেছে ইন্টার্ন চিকিৎসকরা। একইসঙ্গে গত কয়েকদিন ধরে তারা কর্মবিরতি পালন করছেন। বহির্বিভাগসহ সব ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ করায় দুর্ভোগে পড়েছেন হাসপাতালে আসা রোগীরা।
রবিবার (২ মার্চ) সকালে হাসপাতালের আউটডোরে সামনে শত শত রোগীর ভিড় দেখা গেছে।
ইন্টার্ন চিকিৎসক না থাকায় দুর্ভোগে পড়েছেন তারা। এদিকে ইন্টার্ন চিকিৎসকরা ৫ দফা দাবি নিয়ে গত ২০ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি পালন করছেন। এছাড়াও শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিও অব্যাহত রয়েছে।
রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. রাশিদ দাবি করেন বলেন, স্বাস্থ্যখাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকসহ মিডলেভেল চিকিৎসকরা।
তারই অংশ হিসেবে এ কর্মসূচি চলছে।
এদিকে কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার (১ মার্চ) থেকে সব সরকারি-বেসরকারি হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি বিভাগ খোলা থাকবে বলে জানান আন্দোলনকারী।
হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বলেন, হঠাৎ করে চিকিৎসা সেবা বন্ধ করায় আমাদের কষ্ট হচ্ছে, দ্রুত চিকিৎসা কার্যক্রম চালু করা হোক।