মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

রাজশাহীতে পুলিশ ফাঁড়ির ছাদ থেকে পালাতে গিয়ে লাফিয়ে পড়ে আসামি আহত

মারুফ আহমেদ 
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ২১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে গ্রেপ্তার হওয়ার পর পালানো জন্য পুলিশ ফাঁড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে এক আসামি আহত হয়েছেন।আজ বুধবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মালোপাড়া পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এই আসামির নাম নাইমুল ইসলাম ওরফে রিয়াজ (২০)। তিনি নগরীর দড়িখড়বোনা এলাকার নজরুল ইসলামের ছেলে।

এবিষয়ে বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, দুপুরে কয়েক পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ফাঁড়িতে নিয়ে নাম-ঠিকানা লেখার সময় বেলকনি থেকে নাইমুল লাফ দেন।

ওসি বলেন, ফাঁড়ির ইনচার্জ তাকে জানিয়েছেন দোতলার বেলকনি দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন আসামি নাইমুল। তিনি লাফ দিয়ে পাশের একতলা ছাদে গিয়ে পড়ে আহত হন। এ সময় নিচে থাকা পুলিশ সদস্যরা তাকে আবার ধরে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আহত হলেও আসামি নাইমুলের শারীরীক অবস্থা সংকটাপন্ন নয় বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991