স্টাফ রিপোর্টারঃ নাটোরের লালপুরে ১০ম গ্রেডে বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রাথমিক সহকারি শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ লালপুর উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ৩ টার দিকে লালপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি চলা কালে ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ লালপুর উপজেলা শাখার আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মোমিন শাহীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা আকমল হোসেন,আবু বকর সিদ্দিক,শাহনুর ইসলাম,জান্নাতী তিথী,মিজানুর রহমান,রিতা দাস, মনিরুল ইসলাম, আব্দুল মতিন প্রমূখ।
বক্তারা বক্তব্যে অবিলম্বে তাদের পদ মর্যদা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে অর্থাৎ ১৩ তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নিত করার জন্য জোর দাবি জানান। কর্মসূচি শেষে তাদের দাবি সম্বলিত ব্যানার লালপুর উপজেলা শিক্ষা অফিসের সামনে প্রদর্শনের জন্য ঝুলিয়ে রাখা হয়েছে।