আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আগামী ১১জুন-২০২২ অনুষ্ঠিতব্য সাংগঠনিক সভা সফল করার লক্ষ্যে বৃহসপতিবার (২৬ মে) সকল উপজেলা শাখার আহবায়ক/সদস্য সচিব এর উপস্থিতিতে এক প্রতিনিধি সভা সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আহসানুল কাদির স্বপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মল্লিক শামীম হোসেন, যুগ্ম আহ্বায়ক ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুল করিম, সদস্য-সচিব ইয়াসিন আরাফাত, কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য-সচিব আনোয়ারুল ইসলাম, আশাশুনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমির হোসেন বাদশা, সদস্য সচিব মশিউর রহমান মিল্টন, দেবহাটা উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম রসুল খোকন, তালা উপজেলা কৃষকদলের সদস্য সচিব ডাক্তার মামুনুর রহমান খাঁন, সাতক্ষীরা পৌর কৃষকদলের আহ্বায়ক শামীম কবীর সুমন, সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষকদলের আগামী দিনের বলিষ্ঠ নেতৃত্ব মোঃ আবু সাঈদ ও বি এম রাশেদ।
উক্ত অনুষ্ঠানে সকলে আগামী দিনের সাংগঠনিক সভা সফল করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন বলে মতামত ব্যক্ত করেন।