আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে পৃথক আলোচনা ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানি কারক ভোমরা এসোসিয়েশন।
শনিবার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির ও বিকেল পুলিশ সুপার মোঃ মতিউর রহমান সিদ্দিকীর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির আমদানি ও রপ্তানিকারক এসোসিয়েশনে সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসাদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ওহিদুর ইসলাম প্রমুখ।
ভোমরা বন্দরের অনিয়ম ও দুর্নীতি চিত্র, এসোসিয়েশনের নামে চাঁদাবাজি বিষয়টি ও তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আমদানি ও রপ্তানি এসোসিয়েশনের সদস্যরা। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উভয়ে ভোমরা বন্দরে এসব অনিয়ম দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের আশ্বাস প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময় ও আলোচনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, অর্থ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, কাস্টম বিষয়ক মোঃ জাকির হোসেন মন্টু, প্রচার সম্পাদক মোঃ আনারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান নাসিম, মোঃ মিজানুর রহমান, আখতার হোসেন প্রমুখ।