
মোঃ পারভেজ ঝিনাইদহ :-
‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ স্লোগানে ঝিনাইদহে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস পালিত হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় জেলা আনসার ভিডিপি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উব্দোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান।
পরে জেলা আনসার ভিডিপি অফিস থেকে একটি বর্ণাঢ্য রালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা আনসার ভিডিপি কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমিন উদ্দিন, শৈলকুপা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল জলিল, মহেশপুরের সহিদুল ইসলাম, হরিণাকুন্ডুর হাসিবুল ইসলাম বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, নির্বাচন ও দুর্যোগ ব্যবস্থাপনায় ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আগামীতেও তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রমে আনসার ভিডিপি সদস্যদের আরও সক্রিয় ভাবে কাজ করবে।