সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।
ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জনতা বাজার সংলগ্ন পশ্চিম এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন মো. হামিদ ব্যাপারী (৫০) নামের এক কৃষক। একই সঙ্গে বজ্রপাতে তার পালিত দুটি গরু ঘটনাস্থলেই মারা যায়, যা ছিল পরিবারের একমাত্র জীবিকার উৎস। বর্তমানে হামিদ ব্যাপারী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাকে আশঙ্কাজনক অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে হামিদ ব্যাপারী তার দুটি গরু নিয়ে মাঠে যান। কিন্তু হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমে যায় এবং শুরু হয় প্রবল ঝড়। ঝড়ের মধ্যেই হঠাৎ এক ভয়াবহ বজ্রপাত হামিদ ব্যাপারীর ওপর আঘাত হানে। বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার দুটি গরু মারা যায় এবং হামিদ ব্যাপারী মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার আকস্মিকতায় এলাকাবাসী হতবাক হয়ে পড়েন। তারা দ্রুত আহত হামিদকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।
হামিদ ব্যাপারীর পরিবার জানায়, বজ্রপাতে নিহত দুটি গরু ছিল তাদের একমাত্র আয়ের উৎস। এ ঘটনায় তারা একদিকে যেমন পরিবার প্রধানের জীবন নিয়ে শঙ্কায়, অন্যদিকে জীবিকার পথ হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
এই হৃদয়বিদারক ঘটনায় মনপুরা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সহায়তা পাওয়ার কথা জানা যায়নি।