
নিজস্ব প্রতিবেদক :জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র রিপোর্টার গৌরঙ্গ পালের শ্রদ্ধেয় ঠাকুমা বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। তাঁর প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বয়সজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ৫ জানুয়ারি, সোমবার রাত ১০টা ০০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শান্তভাবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবদ্দশায় তিনি ছিলেন স্নেহশীলা, ধর্মপরায়ণা ও মানবিক গুণে গুণান্বিত একজন আদর্শ গৃহিণী। পরিবার ও সমাজে তিনি রেখে গেছেন ভালোবাসা, ত্যাগ ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত।
তাঁর প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা মরহুমার বাসভবনে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গৌরঙ্গ পালের এই অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করেন।
হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী মরহুমার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠানে সকলে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
মাতৃজগত পত্রিকার পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার সদ্গতি ও চিরশান্তি কামনা করা হয়। একই সঙ্গে শোকাহত পরিবার—বিশেষ করে সিনিয়র রিপোর্টার গৌরঙ্গ পালের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ও মানসিক শক্তি লাভের জন্য প্রার্থনা জানানো হয়।