মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
ঘোষনা
শাহজাদপুরে ইউএনওর নির্দেশে মাদকের বিরুদ্ধে হুঙ্কার “একেবারে স্পষ্ট জিরো টলারেন্স” তিনজন আটক সালমান শাহ হত্যা মামলায় সামিরা-ডনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ভূমি কর্মকর্তার মেহেদির ঘুষের ফাঁদে শিক্ষক, সরকারি খাল উদ্ধারেও অনিয়মের অভিযোগ! ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত নোয়াখালীতে জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলায়: বিএনপির ১৫ নেতাকর্মী আহত গলাচিপায় মালিকবিহীন তিন মহিষের নিলাম, বিক্রি হলো ১ লাখ ৭৫ হাজার টাকায় ক্যান্সার আক্রান্ত সুরাইয়া বেগম কে আর্থিক সহায়তা প্রধান অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন। আখাউড়া পৌরসভা মসজিদ পাড়া ৪নং ওয়ার্ডে এক ঝুলন্ত লাশ উদ্ধার নীলফামারীর ওয়ালীউল্লাহ অলি বিশ্ব হ্যান্ডরাইটিং চ্যাম্পিয়ন বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব ভূমি কর্মকর্তার মেহেদির ঘুষের ফাঁদে শিক্ষক, সরকারি খাল উদ্ধারেও অনিয়মের অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে মেঘনা গ্রুপের ইউনিক সিমেন্টের নির্মান শিল্পী সম্মেলন অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে ১৪০ (একশত চল্লিশ) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার। হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাসউদ খান জয় নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, আদালতে আসামির আত্মসমর্পণ ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৭ ঝিনাইদহে সরিষার তেলে পোড়া মবিল, একজনের যাবজ্জীবন চট্টগ্রামে লায়ন্স ক্লাবগুলোর যৌথ উদ্যোগে দিনব্যাপী মানবসেবামূলক কার্যক্রম। রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ইমদাদুল হক চ্যানেল এস টিভির রাজশাহী প্রতিনিধি নিযুক্ত জনগণের আস্থা পুনরুদ্ধারে ফরিদগঞ্জে বিএনপির ব্যাপক গণসংযোগ কর্মসূচি সাহেবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ

শাহজাদপুরে ৭০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন: আধুনিক হলরুম ও সৌন্দর্য্যবর্ধিত পুকুর এলাকাবাসীর জন্য উন্মুক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পঠিত

 

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত পুকুর সংস্কার ও সৌন্দর্য্য বর্ধন এবং আধুনিক সম্মেলন কক্ষের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

সোমবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন তিনি। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় পড়ে থাকা পুকুরটি সংস্কার করে সেখানে প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা হয়েছে। নির্মাণ করা হয়েছে ছায়াবৃক্ষ, বসার জায়গা ও হাঁটার পথ, যা এলাকাটিকে এক মনোরম বিনোদন স্পটে রূপান্তর করেছে।

জেলা প্রশাসক উদ্বোধনের সময় পুকুরের উত্তর পাড়ে একটি ফলজ গাছের চারা রোপণ করেন এবং বলেন, “এই প্রকল্পটি পরিবেশবান্ধব ও জনবান্ধব উন্নয়নের দৃষ্টান্ত।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান, উপজেলা প্রকৌশলীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই দিনে উপজেলা পরিষদের পুরাতন সম্মেলন কক্ষটিকে আধুনিকভাবে সাজিয়ে উদ্বোধন করা হয়। নতুনভাবে ডিজাইন করা এই কক্ষে রয়েছে উন্নত শব্দ নিরোধক ব্যবস্থা, আধুনিক আসবাবপত্র, ডিজিটাল প্রজেকশন সুবিধা ও আলো-বাতাস প্রবাহের সুব্যবস্থা—যা একটি পরিবেশবান্ধব সভাকক্ষের সব বৈশিষ্ট্যই ধারণ করে।

এর আগে দুপুর ১টায় জেলা প্রশাসক শাহজাদপুরে এসে পৌঁছালে ইউএনও মোঃ কামরুজ্জামান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি ভবন পরিদর্শন করেন এবং সেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, “ভূমি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য সময়মতো নিরপেক্ষ সেবা নিশ্চিত করতেই হবে।”

পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। এজন্য দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও জবাবদিহিতা অপরিহার্য।”

স্থানীয়দের মতে, এই উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে শাহজাদপুর উপজেলা চত্বর এখন শুধু একটি প্রশাসনিক কেন্দ্র নয়, বরং একটি সৌন্দর্য্যবর্ধিত, পরিচ্ছন্ন ও ব্যবহারোপযোগী জনবান্ধব পরিবেশে রূপ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991