গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর শিশু বায়োজিদের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তকারী কর্মকর্তা হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বুলবুল আহমেদকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় দায়িত্ব অবহেলার অভিযোগে গাইবান্ধা পুলিশ লাইনে তাকে ক্লোজড করা হয়।
এছাড়াও এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে রোমান মিয়া (১৮) ও শরিফুল ইসলাম (১৮) নামে দুই যুবককে আটক করে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে দায়িত্ব অবহেলার অভিযোগে হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বুলবুল আহমেদকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। আটক দুজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, শিশু বায়োজিদ হত্যার ঘটনাটি লোহমর্ষক। এই হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।
এর আগে গত ৮ মে (সোমবার) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা বালুখোলা গ্রামের নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওই গ্রামের সৌদি প্রবাসী তাহারুল বেপারীর ছেলে শিশু বায়োজিদ। এ ঘটনার পরদিন মঙ্গলবার (৯ মে) শিশুটির মা রায়হানা বেগম বায়োজিদের সন্ধানে পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পাশাপাশি শিশু বায়োজিদকে ফিরে পেতে তালুক ঘোড়াবান্দা গ্রামসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে। শিশু বায়োজিদকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে তার পরিবার। পরে নিখোঁজের ৫ দিন পর শনিবার (১৩ মে) বিকেলে বাড়ির পাশে ধানক্ষেতে বায়োজিদের খণ্ডিত ও গলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বায়োজিদের মরদেহ উদ্ধার করে।