খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা থানার উদ্যোগে চালানো রাতভর বিশেষ অভিযান ডেভিল হান্ট’এ স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত আ,লীগের পাঁচজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান পরিচালিত হয় ১৬ জুলাই দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে। অভিযানে গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ১. মো. ফরহাদ হোসেন (৫২) সভাপতি গলাচিপা পৌর আ,লীগ পিতা- মৃত আঃ রাজ্জাক মিয়া সাং সামুদাবাদ রোড, ওয়ার্ড নং ০৭, গলাচিপা পৌরসভা। ২. মো. রিপন খান (৪২) সদস্য ইউনিয়ন আ,লীগ পিতা- মৃত আঃ হাকিম খান সাং ফুলখালী, ওয়ার্ড নং ০৯, ডাকুয়া ইউনিয়ন। ৩. মো. রিপন আকন (৪২) সহ-সভাপতি ওয়ার্ড আ,লীগ পিতা- আঃ বারেক আকন সাং ফুলখালী, ওয়ার্ড নং ০৯, ডাকুয়া ইউনিয়ন। ৪. মো. নাসির মোল্লা (৪৫) সাধারণ সম্পাদক ওয়ার্ড আ,লীগ পিতা- মৃত মোহাম্মদ মোল্লা সাং বোয়ালিয়া, ৯ নং ওয়ার্ড, গলাচিপা ইউনিয়ন। ৫. মো. হাফিজুর রহমান চৌকিদার (২৭) সাধারণ সম্পাদক ইউনিয়ন শ্রমিক লীগ পিতা- মৃত মোফাজ্জেল চৌকিদার সাং উত্তর পানপট্টি, ওয়ার্ড নং ০২, পানপট্টি ইউনিয়ন।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, অভিযান অব্যাহত রয়েছে। গলাচিপার মানুষের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বাত্মকভাবে কাজ করছি। তিনি আরও বলেন গলাচিপা থানা পুলিশ স্থানীয় জনগণকে সন্দেহভাজন কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি।