নিজস্ব প্রতিনিধি
আজ ১৭ ই জুলাই রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মাহবুব উদ্দিন।
উল্লেখ্য তিনি গত প্রায় ৩০ বছর যাবত সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন ,উল্লেখ্য
সাপ্তাহিক মিরপুর বার্তা সাপ্তাহিক চিত্রজগৎ , দৈনিক বিকেল বার্তা , দৈনিক আজকের কাগজ , দৈনিক বাংলাদেশের আলো , পাক্ষিক আনন্দ বিনোদন , সাপ্তাহিক সারাজাহান সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন এবং বর্তমানে তিনি দৈনিক আমার সময় এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি ( বিসিএস ) ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে ) সদস্য , এছাড়াও তিনি মিরপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এবং ঢাকা ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন ( টিআরইউবি ) এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন , তার জন্মস্থান দাদার বাড়ি সাভারে এবং বর্তমান ও স্থায়ী বাসস্থান মিরপুরে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি খান সেলিম রহমান ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম মাহি কে সহ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সাংবাদিকতায় সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটিতে।