শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
ঘোষনা
ডিমলায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মনপুরায় ৫ দফা দাবিতে জামাত ইসলামির সমাবেশ ও বিক্ষোভ মিছিল। কালীগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে বিএনপির বস্ত্র বিতরণ ঝিনাইদহে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গলাচিপায় জামায়াতের পিআর পদ্ধতির নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ আখাউড়া থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমান অবৈধ মোবাইলের ডিসপ্লে, বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট এবং নোহা গাড়ি উদ্ধারসহ ০১ জন গ্রেফতার। কালীগঞ্জে গালাগালের প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর… গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ভুয়া আইডি থেকে সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার : সাংবাদিক সমাজের তীব্র নিন্দা নওগাঁর মান্দায় বিচ্ছেদের দুই সপ্তাহ পর লাশ হয়ে রাস্তার পাশে পড়েছিল পাখি নামের এক নারী আমতলীতে জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব হুমায়ুন কবির শাহিনকে ফুলেল শুভেচ্ছা মানব মন্দির ফাউন্ডেশনের পক্ষ থেকে গোপালপুরের বিভিন্ন মন্দিরে টি-শার্ট বিতরণ তালতলীতে অপারেশনে নবজাতকের মৃত্যু: বিচার দাবিতে স্বজনদের আহাজারি আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, সরাইলে সরকারি চাল জব্দ, চুরির দায়ে এক ব্যক্তির ১ মাসের কারাদণ্ড কোটচাঁদপুরে সাবেক চেয়ারম্যান নজুসহ পরিবারের ৬ জনের কারাদণ্ড ও জরিমানাঃ কালীগঞ্জে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর জলঢাকায় নববধূর আত্মহত্যা: সড়ক অবরোধ, সাংবাদিকের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ মা ইলিশ রক্ষায় ভোলার মেঘনায় ২২ দিনের মাসিকের নিষিদ্ধ।।

গলাচিপায় জামায়াতের পিআর পদ্ধতির নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় গলাচিপা পৌর মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর মঞ্চে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা-দশমিনা সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর মো. শাহ আলম মিয়া। তিনি তার বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর দাবি জোরালোভাবে উপস্থাপন করেন। তিনি বলেন, “পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে জনগণের ভোট সত্যিকার অর্থে প্রতিফলিত হবে, এককভাবে কোনো দল ক্ষমতা দখল করতে পারবে না এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে।”

এ সময় বক্তারা আরও বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই। এজন্য জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

নেতারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়ন, গণহত্যা ও দুর্নীতি দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। এগুলোর সঠিক বিচার দৃশ্যমান না হলে জনগণের আস্থা ফেরানো সম্ভব নয়। পাশাপাশি স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানানো হয়।

সমাবেশে জামায়াতের বরিশাল টিম সদস্য ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম, গলাচিপা শাখার সাবেক আমির অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খানসহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা একযোগে বলেন, “গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য পিআর পদ্ধতি চালুর কোনো বিকল্প নেই।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991