সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।
ভোলা জেলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে মৎস্য অফিসের অভিযানে একটি নৌকা আটক করা হয়েছে। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) রাত আনুমানিক ১০টার দিকে মফিজ মাষ্টার এর হালট এলাকা থেকে নৌকাটি ধাওয়া করে আটক করে মৎস্য বিভাগের টহল টিম।
আটক নৌকার মাঝি ইউসুফ (৩০), পিতা আ. মালেক মাঝি, গ্রাম হাজীরচর ফয়েজউদ্দিন, ৯ নং ওয়ার্ড, ২ নং হাজীরহাট ইউনিয়ন বলে জানা গেছে।
প্রায় এক ঘণ্টা ধাওয়া করে টহল দলটি নৌকাটিকে ভূঞার হাট স্লুইসগেট এলাকায় পৌঁছালে, স্থানীয় ১০০ থেকে ১৫০ জন নারী-পুরুষ একত্রিত হয়ে টহল টিমের সদস্যদের ওপর ইট-পাটকেল ও লগি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে মৎস্য অফিসের নৌকার দুই মাঝি আহত হন।
পরে ঘটনাস্থলে নৌবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মনপুরা মৎস্য অফিসের কর্মকর্তা।
তিনি আরও জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন অবৈধভাবে নদীতে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।