মোঃ গুলজার রহমান, ক্রাইম রিপোর্টার:- রবিবার (৫ অক্টোবর ২০২৫) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বগুড়া জেলা শিক্ষক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে র্যালিটি বগুড়া জিলা স্কুলের আমিনুল হক দুলাল অডিটরিয়ামে এসে শেষ হয়।
অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ সমজান আলী আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব জেদান আল মুসা, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর, সহকারী মুজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
বক্তারা বলেন, “শিক্ষক জাতির আলোকবর্তিকা, তাদের হাত ধরেই গড়ে ওঠে জ্ঞানভিত্তিক সমাজ ও সমৃদ্ধ দেশ। শিক্ষক ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়।”
এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল— “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি।”
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৩ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর অর্থাৎ ১৯৯৪ সাল থেকে বিশ্বের ১০০টিরও বেশি দেশে দিবসটি পালন শুরু হয়।
বগুড়ার শিক্ষক সমাজের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষকতার মর্যাদা রক্ষায় এবং শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দিনের শেষে শিক্ষক সমাজের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সমাপ্ত হয় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপনের এই বর্ণাঢ্য আয়োজন।