শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন
ঘোষনা
১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী লিটন হোসেন খান সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচনে ১৫ প্রার্থীর মধ্যে ৯জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যানের অশিক্ষকসুলভ আচরণের প্রতিবাদ রংপুরে গংগাচড়ায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগ সিলেটের বারুদ’ নামে অনলাইন নিউজ পোর্টাল এর আত্মপ্রকাশ সাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ১৫ লক্ষ টাকা মূল্যমানের আম বিনষ্ট কোটচাঁদপুরে ম্যানেজিং কমিটির নির্বাচনে ৯ জনের মনোনয়ন জমা হলেও দেখানো হয়েছে ১৬ জনঃ সাতক্ষীরায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত সুরমা নদীতে নৌ-পুলিশের হাতে আটক চার ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

এ দেশে হলুদ সাংবাদিকের ছড়াছড়ি

বিশেষ প্রতিনিধি মোঃ ইমরান মোল্লা ঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১২৩ বার পঠিত

এ দেশে হলুদ সাংবাদিক দের ছড়াছড়ি।সাংবাদিক হলো জাতির বিবেক। জাতির দপর্ণ, আত্মসম্মান নিয়ে থাকা। সাংবাদিকতা একটি সম্মান জনিত পেশা। কিন্তুু এ দেশে রয়েছে বহু চ্যানেল, পএিকা। কিছু কিছু অনলাইন পএিকা ও ইউটিউবের মাধ্যমে পুরো দেশটাকে একে বারে জিম্মি করে রেখেছে। একটি ইউটিউব অনলাইন চ্যানেল খুলেই সে হয়েছে, এই দেশের বড় রাজা, আর যারা সরকারি আওতাভুক্ত টেলিভিশন চ‍‍্যানেল,পএিকা চালাচ্ছেন, তারা হচ্ছে এই দেশের প্রজা। সম্মান টাকা দিয়ে কেনা যায় না।কিন্তুু বর্তমানে সম্মান টাকার নিকটে বিক্রি।তবে এ ভাবে যদি চলতে থাকে, তবে নিশ্চিতভাবে অনলাইন সরকারি রেজিস্ট্রিশন ছাড়া, যে সকল প্রতিষ্ঠান রয়েছে, তাদের জন্য এই সুন্দর দেশটা একদিন ধ্বংসপ্রাপ্ত হবে। শুধু মাএ কিছু কিছু অসাধু মিডিয়ার জন্য । আমাদের এবং প্রশাসন সকলের দায়িত্ব সরকারি লাইসেন্স বীহিন সকল প্রতিষ্ঠান বন্ধ রাখা। রাস্তা ঘাটে চলাচল করলে অনেক সময় চোখে পড়ে, ৫ বছর আগের আইডি কার্ড। যারা রিক্সা চালাই তাদের নিকটে ও আইডি কার্ড। যাদের ওষুধের র্ফামেসী তাদের কাছে ও আইডি কার্ড। যারা মুদির দোকানদার তাদের কাছে ও আইডি কার্ড। যারা ভাংঙ্গাীর দোকানদার তাদের কাছেও আইডি কার্ড।যারা ছোট খাটো ফেক্টরী খুলে বসে রয়েছে,তাদের নিকটে ও আইডি কার্ড। যারা র্গামেন্টস শিল্পীবর্তী তাদের নিকটে তো আইডি কার্ডের অভাব নাই। বড় বড় ক্যামেরা নিয়ে ঘোরে, দামি দামি গাড়ি ভাড়া করে, অনলাইন ইউটিউ চ্যানেলের বড় বড় স্টিকার লাগানো থাকে গাড়িতে। এই সকল মিডিয়ার জন্য, কোনো একটা এম.পি. মন্ত্রীর প্রোগ্রামে গেলে মান সম্মান একে বারে নষ্ট হয়ে যায়, শুধু মাএ ঐসকল নামধারী হলুদ সাংবাদিকদের জন্য । আজ সাংবাদিক এতো নির্যাতিত, সাংবাদিক অবহেলিত, সাংবাদিকের কথায় কেউ কোনো গুরুত্ব দেয় না, শুধু মাএ কিছু কিছু নাম ধারী হলুদ সাংবাদিকদের জন্য । অনেক হলুদ মিডিয়া আছে যারা কথা বলার সময় বলে, আমি একাই ৩ জন। এটা কি ভাবে সম্ভব। একজন সাংবাদিক সে কখনো ৩ জন হতে পারে না। বড় ক্যামেরা ধরে, ইউটিউবে কাজ করে, অসহায় মানুষকে জিম্মি করে, তারা হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এরকম বহু ঘটনা রয়েছে এই বাংলার জমিনে। কোনো সাংবাদিকের দায়িত্ব নয়, মানুষকে জিম্মি করা, হুমকি দেওয়া, অন্যায় ভাবে টাকা পয়সা আত্ম সাত করা, মানুষের সঙ্গে খারাপ আচারণ করা, অন্যের জিনিস লুট করে নেওয়া এগুলো একজন শিক্ষিত, মার্জিত সাংবাদিকের দায়িত্ব নয়। যারা প্রকৃত সংবাদ সংগ্রহ করে, সংবাদ প্রচার করে, তারা কখনো অন্যায়ের কাছে মাথা নিচু করে না। সব সময় সঠিক তথ্য তুলে ধরে। এক জন সাংবাদিক হতে হলে, তার আগে শিক্ষাগত যোগ্যতা সর্ব নিম্ন H.S.C বা B.B.A_M.B.A অথবা বিএ. অনার্স থাকতে হবে।এবং সাংবাদিকতার উপরে বই পড়তে হবে। সাংবাদিকতার জ্ঞান অর্জন করতে হবে। তা হলে সে সকল সাংবাদিকই হবে জাতির বিবেক, কারণ তারা জানে যে সাংবাদিক অর্থ কি? কি তাদের পরিচয়, কিভাবে তারা সমাজ ও রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে চলবে, কিভাবে তারা অসহায় মানুষের পাশে থাকবে, কিভাবে তারা অন্যায়কে প্রশ্রয় দিবে না ।তাই সরকারের সু দৃষ্টি কামনা করি, বন্ধ করে দেন, যে সকল সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় নাই, সে সকল অনলাইন ইউটিউব চ্যানেল। এবং দেশের মধ্যে কারফু জারি করে দিন, রাস্তা ঘাটে,দোকান পাটে,মিল কারখায়, ফেক্টরীতে যে সকল নাম ধারী হলুদ সাংবাদিক দেখা বা পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করুণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991