বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
ঘোষনা
সাতক্ষীরায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত সুরমা নদীতে নৌ-পুলিশের হাতে আটক চার ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গোমস্তাপুরে ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, সকল মেহনতি শ্রমিকদের সশ্রদ্ধ সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, খান সেলিম রহমান। বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন দেশজুড়ে বৃষ্টির সুখবর দিলো আবহাওয়া অফিস রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা সিরাজগঞ্জে জাটকা ইলিশমাছ সংরক্ষণে জনসচেতনতা সভা অনুষ্ঠিত নওগাঁয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

গাজীপুরে গাছে ঝুলন্ত মরদেহ, পুলিশের ধারণা হত্যার পর ঝোলানো হয়েছে

আলমগীর হোসেন সাগর 
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে লিচু বাগানের ভেতর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা ওই ব্যক্তিকে কোনো গাড়ি থেকে ফেলে চাপা দেওয়া হয়েছে।

 

আজ শুক্রবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের জনৈক ইসমাইল হোসেনের লিচু বাগান থেকে গলায় ওড়না প্যাঁচানো মরদেহটি উদ্ধার হয়েছে। নিহতের নাম, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

 

 

পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয়সহ মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি সংস্থা কাজ করছে।

 

এ ঘটনায় তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আফসার উদ্দিন বলেন, ‘সকাল ৭টার দিকে আমার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে ইসমাইল হোসেনের বাড়ির পাশে তাঁর লিচু বাগান। সেখানে লিচু গাছের ডালে একটি মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই মরদেহটি ঝুলন্ত থাকলেও মাটিতে হাঁটু ঘেঁষে রয়েছে। নিহতের শরীর ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এরপর আমি বিষয়টি পুলিশকে অবহিত করি।’

 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো গাড়ি থেকে মাটিতে ফেলে দিয়ে প্রথমে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। এরপর গুরুতর আহত অবস্থায় নির্জন লিচু বাগানের ভেতর নিয়ে হত্যাকরীরা তাঁর মৃত্যু নিশ্চিত করে গাছে ঝুলন্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। নিহতের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।

 

ওসি আরও বলেন নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991