মো: হোসেন চৌধুরী লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
এবারের সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরে উৎসাহ মুখোর পরিবেশে পালিত হলো সনাতনধর্মের সারদিয় দুর্গাপূজা, দেবি বিসর্জনের মধ্য দিয়ে উল্ল্যাসে উচৃছাসিত চররুহিতা ইউনিয়ন সহ লক্ষ্মীপুর জেলার হিন্দু সম্প্রদায় ও পুজা কমিটির
কৃতজ্ঞতা স্বীকার। তার মধ্যে দৈনিক মাতৃজগতের জেলা প্রতিনিধি কে লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা
পুজা উজ্জাপন কমিটির সাধারন সম্পাদক রেন্টু চন্দ্র হাওলাদার বলেন, এবারের সারদিয় দুর্গাপূজার প্রস্তুতি মুহুর্ত থেকেই উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, নিরাপত্তার বিষয়ে প্রর্যবেক্ষন করেন, লক্ষ্মীপুর জেলায়
রাজনৈতিক সামাজিক এবং স্থানিয় নেতৃত্বাধীন সকলেই নিরাপত্তা বিষয়ে ছিলেন তৎপর, পুজার শুরুতেই লক্ষ্মীপুর জেলা জামায়েত ইসলামীর আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়া জামায়েত এর সকল নেতা কর্মীদের নিয়ে জেলার প্রতিটি পুজা মন্ডপে উদ্ভোদন অনুষ্ঠানে আসেন, পুজামন্ডপ পরিদর্শন করেন, বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন আনুষ্ঠানিক বক্তব্য রেখেন।নিরাপত্তার বিষয়ে সর্বাত্তক সহায়তায় দিয়ছেন, মাস্টার রুহুল আমিন ভুঁইয়া বলেছেন জামাত ইসলামের কর্মিরা আপনাদের সার্বক্ষণিক পাশে আছে থাকবে, ঐ দিকে মন্দির পরিদর্শনে লক্ষ্মীপুর রায়পুর ২ আসনের তিন তিনবারের সাবেক এমপি, বি এনপির সাবেক জেলা সভাপতি, ও চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া সকল নেতা কর্মী নিয়ে রায়পুর লক্ষ্মীপুর বিভিন্ন মন্দির পুজার উৎসবকে আরো প্রাণবন্ত করেন, লক্ষ্মীপুর জেলা ম্যাজিস্ট ও জেলাপ্রশাসক রাজিব কুমার সরকার পরিবার পরিজন নিয়ে দালাল বাজার পুজা উজ্জাপনে আসেন, জেলা প্রশাসক এর সাথে লক্ষ্মীপুর পুলিশ সুপার আক্তার হোসেন, স্থানীয় সরকার এর পৌর প্রশাসক জসিমউদদীন, অতিরিক্ত জেলাপ্রশাসক সম্রাট খ্রিসা, অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, ও জেলাপ্রশাসনের স: কমিশনার গন উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর
চররুহিতা ইউনিয়ন চর মন্ডল শ্রী শ্রী মাধব সেবা শ্রম পরিদর্শনে এসে আবুল খায়ের ভুঁইয়া বলেন মন্দিরগুলোর সকল বিষয়ে আমরা সার্বক্ষণিক নজরদারিতে রাখছি কোন অপ শক্তি যেন অপ্রীতিকর কিছু ঘটাতে না পারে সে বিষয়ে আমরা নেতা কর্মী রা সার্বক্ষণিক আপনাদের পাশে আছি আপনারা নিরাপদে উৎসব উজ্জাপন করুন, থানা পুলিশ, আনসার, চৌকিদার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নিয়ম মোতাবেক সহয়তায় ছিলেন, ইউনিয়ন পরিষদগুলোর সকল চেয়ারম্যান মেম্বার গন দেবি বিসর্জনে উপস্থিত ছিলেন, মাতৃজগতের জেলা প্রতিনিধি মো: হোসেন চৌধুরী জেলার কয়েকটি পুজামন্ডপে ঘুরে এসে লক্ষীপুর সদর চরমন্ডলের পুজা কমিটির সাথে আলোচনাকালে কমিটির সভাপতি, চিন্ময় দাস ও সহ সভাপতি হারাধন চন্দ্র হাওলাদার বলেন এবারের পুজা গত বছরগুলোর তুলনায় ছিলো নির্ভয়, উচ্ছাস এবং উৎসব মুখর,সর্বদলীয় রাজনৈতিক নেতাদের সার্বক্ষণিক সহায়তা পেয়ে আমরা আনন্দিত।, পুজা কমিটির পক্ষ থেকে সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সামাজিক সংস্থার প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন, চররুহিতা শ্রী শ্রী মাধব সেবা শ্রম পুজা কমিটির পক্ষ থেকে রেন্টু চন্দ্র হাওলাদার সকলকে সারদিয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। লক্ষ্মীপুর পৌর সভায় অবস্থিত শ্রী শ্রী জিও শ্যাম সুন্দর মন্দিরের আহবায়ক কমিটির সঞ্জিত কুমার পাল, গতম চন্দ নাথ নিমাই চন্দ্র নাথ, কৃষ্ণ লাল দাস, সুমন শাহা, মাতৃজগত পত্রিকার জেলা প্রতিনিধি মো: হোসেন চৌধুরী কে বলেন আমরা পুজার প্রস্তুতির শুরুতেই লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা ও প্রস্তুতি সভা করেছি, আমাদের সাথে পর পর মন্দিরে প্রশাসন সহ সকল রাজনৈতিক সামাজিক সংগঠন গুলো সভা করেছে সভায় বিভিন্ন রাজনৈতিক কর্মিদের নাম ঠিকানা সহ আমাদের রেজিস্ট্রার লিষ্টে লিপিবদ্ধ করেন, এই কর্মীরাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দিরে দুর দুরদুরান্ত থেকে আসা অতিথি সহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দায়িত্বরত ছিলেন। গত কয়েক বছরের চেয়ে ও এবারের সারদিয় দুর্গাপূজার উৎসব ছিলো অনেক উচ্ছাসের, সকলের আন্তরিক সহোযোগিতায় এগিয়ে আসার জন্য শ্রী শ্রী জিও শ্যাম সুন্দর মন্দির ও পুজা কমিটির পক্ষথেকে ধন্যবাদ ও সারদিয় শুভেচ্ছা জানান।