মো : হেসেন চৌধুরী জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর :
মধ্য রাত থেকে লক্ষ্মীপুর সদর মজুচৌধুরীর হাট মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১২৫০ মিটার কারেন্ট জাল জব্দ,ও
একটি ইন্জিন চালিত বোড আটক করা হয়, কারেন্ট জাল জব্দ করে পুড়ে দেওয়া হয় ও বোড আটক করে অভিযান পরিচালনা কমিটি। অভিযান পরিচালনা কমিটির সাথে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদুল চৌধুরী, নৌ পুলিশ,, কোষ্ট গাড এর সদস্যরা, লক্ষ্মীপুর জেলা মৎস কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন সারা দেশে মা ইলিশ সংরক্ষনে, এই অভিযানে সরকারি বিধি মোতাবেক নিষিদ্ধ সময় ২৫/১০ /২৫ ইং তারিখ পয্যন্ত চলবে, এই নিষিদ্ধ সময়ে ইলিশ আহরন, পরিবহন নদীতে ধরা,বাজার জাতকরন, মজুত করন, বিক্রয়, ক্রয়, ইত্যাদি। আইন অমান্য কারিদের স্বাস্তির বিধানে থাকছে জেল জরিমানা, জাল ও বোড বাহন আটক, এই বিষয় জানান দিতে মৎস বিভাগের আয়োজনে আমরা জন সচেতনতা মুলক বেনার লিপলেট মাইকিং প্রচার করে আসছি।