কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা গ্রাম সংলগ্ন বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ব্রয়লার মুরগীবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে অবরোধের সমর্থকরা।
আগুনে গাড়ির ভেতরে থাকা ৭ হাজার ব্রয়লার মুরগীর বাচ্চা পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ ৬ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাবেক এম পি চয়ন ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল সূত্রে জানা গেছে, গাড়িতে থাকা ৭ হাজার ব্রয়লার মুরগীর বাচ্চা পুড়ে গেছে ।
আগুনে গাড়ির ভেতরে থাকা ব্রয়লার মুরগীর বাচ্চা পুড়ে যায়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিসংযোগের ঘটনায় গাড়ির চালক আহত হয়েছেন।