মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
ঘোষনা
অবশেষে নীলফামারীতেই হচ্ছে চীন সরকারের এক হাজার শয্যার হাসপাতাল দারোয়ানী টেক্সটাইল মাঠে ২৫ একর জায়গার উপর নির্মিত হচ্ছে এই হাসপাতাল রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন ৩৮ টির বেশি করাতকল( স্ব-মিল)বন বিভাগ নিরব ভুমিকায়। ট্রেনের টিকিটসহ ৩ জন কালোবাজারী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪/কেজি গাঁজা উদ্ধার। নীলফামারী – ২ আসনে বিএনপি’র প্রার্থী সাইফুল্লাহ রুবেল ঢাকা-১৪, ১৫ ও ১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীদের প্রতি এলাকাবাসীর শুভেচ্ছা ও সংবর্ধনা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন গলাচিপা-দশমিনায় হাসান মামুন এর নাম প্রার্থী তালিকায় না থাকায় ক্ষোভের ঝড় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওবাসীর ভালোবাসায় ধানের শীষ প্রতীক পেলেন আজহারুল ইসলাম মান্নান খেলাধুলা থেকে রাজনীতিতে আজ ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে বিদেশী পিস্তল, গুলি ১২ কেজি গাজা উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজন গ্রেফতার খুশি চরফ্যাশন ও মনপুরা সাধারণ জনগণ গলাচিপায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা না রহস্য? ভোলা জেলা ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত। বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ রাজশাহীর ছয়টি আসনের দুটিতে নতুন মুখ, চারটিতে প্রবীন রাজনীতিবিদ কথা-কবিতা-গান-সম্মাননায় সাউন্ডবাংলার অনবদ্য আয়োজন অনুষ্ঠিত আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পাহাড়তলী এলাকা হতে ০২ জন অপহরণকারী গ্রেফতার ও অপহৃত যুবক উদ্ধার।

আশ্রাফুল ইসলাম শাহেদ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৪৪৮ বার পঠিত

র‌্যাব-৭,চট্টগ্রাম এর অভিযানে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা হতে ০২ জন অপহরণকারী গ্রেফতার এবং অপহৃত যুবক উদ্ধার।

মাহবুব আলম(৩৫)পেশায় একজন হোটেল ম্যানেজার। গত প্রায় ২ বছর পূর্বে মানিক এর বোন রিংকু(২৫)এর সাথে মাহবুব এর পরিচয় হয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়।

উক্ত সম্পর্কের জেরে প্রায়ই রিংকুর সাথে মাহবুব এর কথা বার্তা হত এবং রিংকু প্রায়ই রেষ্টুরেন্টে এসে মাহবুব এর সাথে দেখা করত।গত ৪ঠা জুলাই দুপুরে মাহবুব চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিন কাট্টলি এলাকায় রিংকুর ভাইয়ের ভাড়া বাসায় বেড়াতে যায়।

উক্ত বাসায় রিংকু মাহবুবুকে আপ্যায়নের একপর্যায়ে হঠাৎ রাব্বি চৌধুরী প্রকাশ শাওন,কায়সার চৌধুরী ও আবদুল এবং আরও কতিপয় দুস্কৃতিকারী রিংকুর ভাইয়ের বর্নিত ভাড়া বাসায় প্রবেশ করে পূর্ব পরিকল্পিতভাবে মাহবুবকে হেনস্থা এবং বিভিন্ন ধরণের কুৎসিত কথাবার্তা বলতে থাকে।মাহবুব তাদের উক্ত কথা বার্তায় প্রতিবাদ করলে আসামীরা তাকে চর-থাপ্পর,কিল-ঘুষি মারতে থাকে এবং একপর্যায়ে বর্ণিত বাসায় অন্যায়ভাবে আটক করে ভিতর থেকে দরজা লক করে দেয়।

এসময় দুস্কৃতিকারীরা মাহবুবের পকেট থেকে জোর পূর্বক মোবাইল ও মানিব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় এবং এশিয়া,সোনালী ও এনআরবি ব্যাংকের ০৩টি ডেভিড কার্ডের পিন কোড নম্বরের জন্য মারধর করতে থাকে।মাহবুব ব্যাংকের পিন কোড নম্বর দিতে গড়িমশি করলে আসামী রাব্বি,কায়সার ও আবদুল তাদের হাতে থাকা কাঠের লাঠি দিয়ে এ্যালোপাথারী মারধর করতে থাকে এবং বলে ডেভিড কার্ডের পিন নম্বর লাগবে না নগদ ৫,০০,০০০/-টাকা মুক্তিপন দিলে তাকে ছেড়ে দিবে।

মাহবুব নিরুপায় হয়ে টাকা দিতে সম্মত হয় এবং আসামীদের কথামত তার ভাই আলম এবং বন্ধু আশরাফুজ্জামান শাওনকে মোবাইল এ কল করে কান্নাকাটি করে নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে রিংকুর বর্ণিত ঠিকানায় আসতে বলে।এর মধ্যে মাহবুব এর ভাই ও বন্ধু টাকা নিয়ে আসতে বিলম্ব হওয়ায় আসামীগন টাকার জন্য পুনরায় চাপ সৃষ্টি করতে থাকে এবং বিকাশের মাধ্যমে আপাতত ৫০,০০০/-টাকা আনতে বলে।মাহবুব আসামীদের কথামত তার বন্ধু ও স্থানীয় প্রতিবেশী সেলিম ও ভাতিজা সাকিবকে মোবাইলে কল করে টাকা পাঠাতে বললে তারা নগদ ৩০,৬০০/-টাকা সেন্ড করে।

আসামীগন টাকা পাওয়ার পর তাদের দাবিকৃত ৫ লক্ষ টাকা পাওয়ার জন্য পূনরায় চাপ সৃষ্টি করলে মাহবুব তার বড় ভাই ও বন্ধুর সাথে যোগাযোগ করলে তারা জানায় তারা পাঁচ লক্ষ টাকা যোগাড় করতে পারছে না তবে আপাতত দুই লক্ষ টাকা যোগাড় করতে পেরেছে। আসামীগন তাদেরকে নগদ ২,০০,০০০/-টাকা নিয়েই আসতে বলে।মাহবুব আসামীদের কথামতো তার ভাই ও বন্ধুকে তাদের যোগাড় করা টাকা নিয়ে দ্রুত আসতে বলে। ইতোমধ্যে মাহবুব এর বড় ভাই আলম ও বন্ধু আশরাফুজ্জামান শাওন উক্ত বিষয়টি অধিনায়ক র‌্যাব-৭,চট্টগ্রামকে বিস্তারিত অবগত করে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ৪ঠা জুলাই র‌্যাব-৭,চট্টগ্রাম এর একটি আভিযানিক দল অভিযোগকারীদের নিয়ে রিংকুর বর্ণিত ঠিকানায় আসে।আলম ও বন্ধু আশরাফুজ্জামান উক্ত ঠিকানার বসত ঘরে নক করলে আসামীরা বর্ণিত বসত ঘরের দরজা খুলে তাদের ভিতরে প্রবেশ করায়।তখন ভিকটিমের ভাই আলম আসামী রাব্বির হাতে ০১টি লাল ব্যাগে মোড়ানো অবস্থায় নগদ টাকা দিলে আসামী রাব্বি উক্ত ব্যাগ হতে টাকা বের করে গুনা অবস্থায় র‌্যাব-৭,চট্টগ্রামের বর্ণিত আভিযানিক দল হাতে নাতে ঘটনাস্থল হতে চাঁদা আদায়ের টাকা সহ আসামী রাব্বি চৌধুরী প্রকাশ শাওন(২৭),পিতা-ওমর ফারুখ ও কায়সার চৌধুরী (২৬),পিতা-মৃত তসলিম চৌধুরী,উভয় সাং-১১নং দক্ষিন কাট্টলি,থানা-পাহাড়তলী,চট্টগ্রাম মহানগর’দের গ্রেফতার করে।

পরবর্তীতে ঘটনাস্থল হতে আহত অবস্থায় ভিকটিম মাহবুব এবং তার ব্যবহৃত মোবাইল,মানিব্যাগ এবং আসামীদের মোবাইলে বিকাশের মাধ্যমে প্রেরণকৃত ৩৬০০০/-টাকা এবং নগদ মুক্তিপন হিসেবে প্রদানকৃত ২,০০,০০০/-টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিম সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রমের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991