ষ্টাপ রিপোর্টারঃ সামনে ঈদ উপলক্ষে অভিনয় ও মডেলিং এ এই মুহুর্তে প্রচন্ড ব্যাস্ততম সময় পাড় করছেন অভিনেতা আরিফ হাসান। সম্প্রতি প্রচার শেষ হলো তার অভিনীত একুশে টিভির জনপ্রিয় ধারাবাহিক ” আজব রঙের মানুষ “। এ মাসেই তার অভিনীত ও জয় সরকারের পরিচালিত ধারাবাহিক ” টক্কর বাজ” প্রচার শুরু হবে। তিনি জানান, ইতোমধ্যে তার অভিনীত মেগা ধারাবাহিক “হাফ মেন্টাল পাড়া ” ও “সাধু সাবধান” এর প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। বৈশাখী টিভির জন্য আকাশ রঞ্জন পরিচালিত একক নাটক “ভালোবাসার বউ”, দীপ্ত টিভির জন্য আযাদ কালাম পরিচালিত ” উল্টো পথে ঘৃনা”, জুয়েল রানা পরিচালিত ” বউ বাজি” আহমেদ শাহীনের “বৃদ্ধাশ্রম” ও ” “বিশ্বাসঘাতক ” নিহাজ খান এর “তুমি সুন্দর” শুটিং সম্পন্ন করেছেন। এছাড়া সুহৃদ জাহাঙ্গীর এর ওয়েব সিরিজ “লোভের পরিণতি” প্রচারের অপেক্ষায়। নাজমুল হাসান পরাগের নির্দেশনায় একটি টিভিসি ও একটি ওভিসির শুটিং সম্পন্ন করেছেন। এছাড়াও চ্যানেল নাইনের জন্য সোহেল রানার পরিচালনায় ধারাবাহিক “ব্যাচেলর পার্ক” ও সুজিত বিশ্বাস এর পরিচালনায় “আলো আধারী’তে এ মাসেই শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে তার রোমান্টিক গান ” তুই কি আমার গল্প হবি” মিডিয়া ক্রিয়েশন ড্রামা ইউটিউব চ্যানেল মুক্তি পেয়ে প্রশংসিত হচ্ছে। সব মিলে টানা কাজে তাকে হিমশিম খেতে হচ্ছে।