ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব মালামাল দেওয়া হয়। গ্রাম পুলিশের কাজের অগ্রগতির লহ্মে এসময় ১৮ জন গ্রাম পুলিশেকে বাইসাইকেল ও ৪০ জনের মাঝে নতুন পোশাক ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার বলেন, বাইসাইকেল গুলো গ্রাম পুলিশের কাজের অগ্রগতি বাড়াবে। তিনি এসময় বাল্যবিবাহ বন্ধে গ্রাম পুলিশ সদস্যদের তৎপর ভূমিকা কামনা করেন।