শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে, ভয়াবহ বন্যায় কবলিত নেত্রকোনা, জামালপুর, সিলেট, ও সুনামগঞ্জ মানুষের মাঝে জরুরি খাদ্য, বস্ত্র, ওষুধ ও পানিসহ বিভিন্ন সেবা ও সহযোগিতা করেন।
আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, বাংলাদেশ তাঁতীলীগ শ্রীপুর উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি, গাজীপুর মেরিডিয়ান স্কুলের সহ-সভাপতি, বাংলাদেশ তাঁতীলীগ গাজীপুর জেলার সিনিয়র সহ-সভাপতি, সোহানিয়া তারতিলুল কোরআন হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার সভাপতি, মানবতার ফেরিওয়ালা, মোহাম্মদ আলী বি কম।
ত্রান সামগ্রী শুকনা খাবারের মধ্যে ছিলো।
মুড়ি, চিড়া, টোস্ট বিস্কিট, মোম, কাঠি ম্যাক, পানি, নাপা ট্যাবলেট, ওরস্যালাইন, ছোট বাচ্চাদের ঠান্ডা জ্বরের নাপা সিরাপ, পাতলা পায়খানা ও ডায়রিয়া রোগীদের জন্য মেট্রিল ট্যাবলেট ৪০০Mg, ছোট বাচ্চাদের জন্য একটি তোয়ালে, বয়স্ক মুরুব্বি লোকদের জন্য একটি গামছা, তাছাড়াও পরিবার ও আশ্রয়কেন্দ্রের লোকদের জন্য ২ লিটার ও ৫ লিটারের অতিরিক্ত তিন হাজার লিটার বিশুদ্ধ পানি ও শুকনো খাবার।
মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ আলী বি কম, ত্রান সামগ্রী দেয়ার সময় উপস্থিত ছিলেন। শ্রীপুর উপজেলা তাঁতিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, মাওনা চৌরাস্তা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, শ্রীপুর পৌরসভা যুগ্ম-সাধারণ সম্পাদক কায়ূম হাসান, শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিফাত মন্ডল, সুমন তালুকদার, আরমান, তুহিন আহমেদ, সালমান সহ- বন্যার্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ আলী বি কম, তার পরিচয় দিয়ে বলেন। মানুষ মানুষের জন্য, আমার জন্য দোয়া করবেন পরম করুণাময় দয়ালু মেহেরবান মহান আল্লাহ তায়ালা যেন, এভাবেই সব সময় আপনাদের বিপদে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা ও বিভিন্ন সহযোগিতা করতে পারি।