মোহাম্মদ ইসমাইলঃ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২১ ইং রবিবার দুপুর ৩ ঘটিকা সময় হতে চট্টগ্রামের হালিশহর থানাধীন এলাকায় বি-ব্লক,শহিদ মিনার চত্বরে শিশু-কিশোরদের ছবি আকার এই চিত্রাংঙ্গন প্রতিযোগীতার আয়োজন করছেন চট্টগ্রাম রিপোর্টাস এসোসিয়েশন(সি আর এ)।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মোহাম্মদ রিপন,৭তম শ্রেণী-হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়,মোঃ মেজবাহ উদ্দিন মুহিত,৬ষ্ঠ শ্রেণী-হালিশহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ,ফায়ানুল বারি,ষষ্ঠ শ্রেণী-লেঃজি এম মুশফিক বি-র উত্তর উচ্চ বিদ্যালয়,মোঃ আবু বকর সিদ্দিক ষষ্ঠ শ্রেণী-পি এইচ আমিন একাডেমি স্কুল,নাফিজা আক্তার দিবা,ষষ্ঠ শ্রেণী গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়,মোঃ আতিকুল ইসলাম(আতিক)৩য় শ্রেণী মাষ্টার মাইন্ড স্কুল,ফারজানা আক্তার(হিমু)ষষ্ঠ শ্রেণী দক্ষিণ মধ্যম হালিশহর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়,মোঃ আরিফ পঞ্চম শ্রেণী হালিশহর প্রাথমিক বিদ্যালয় প্রমুখ।
এই প্রতিযোগীতার প্রধান অতিথি পুরস্কার বিতরণ হিসেবে ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
ক্ষুধে এই কোমলমতি শিশুদের ছবি আঁকা নিয়ে তিনি বলেন এ প্রজম্মের সাথে পরিচিত করতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদের বিনম্র শ্রদ্ধায় জানিয়ে বলেন চট্টগ্রাম রিপোর্টাস এসোসিয়েশনকে ধন্যবাদ জানান এই কোমলমতি শিশুদের নিয়ে সুন্দর চিত্রাংঙ্গনের আয়োজন করার জন্য।এতে আরো ভূমিকা পালন করেন,দৈনিক চটগ্রামের পাতা সাংবাদিক সৈয়দ নাদিম আলম,ও সাংবাদিক রিপন।
চট্টগ্রাম রিপোর্টাস এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন এর নেতৃত্বে এই অনুষ্ঠান পরিচালনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন দি- সিটিজেন টাইম চট্টগ্রাম বিভাগীয় চিফ,সহকারী সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা চট্টগ্রাম শহীদুল ইসলাম,অনলাইন স্বাধীন টিভির চেয়ারম্যান মোঃ রেজাউল করিম,চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া বাংলার পত্রিকার স্টাফ রিপোর্টার আবুল কালাম,সি আর এ সাংগঠনিক সম্পাদক ও জনতার দলিল পত্রিকার সহ-সম্পাদক নাসির উদ্দীন লিটন।
এছাড়া চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুবেল,সেলিনা ইসলাম,শাহানাজ পারভীন,জেসমিন আক্তার তিথি,কায়সার ইকবাল চৌধুরী,মোহাম্মদ রাব্বি,মোস্তফা চৌধুরী,মোহাম্মদ সাগর,জামাল হোসাইন,তৈমুর হোসেন,মিজ্জাত হোসেন,বকতিয়ার হোসেন,সোহরাব ইসলাম সানি(মোঃইসমাইল),মোহাম্মদ রবিউল,ফয়সাল উদ্দিন(রনি),জয়নাল আবেদীন (টুকু),মোহাম্মদ সোহেল,মজিবুর হক প্রমুখ।
Leave a Reply