বন্দরনগরী চট্টগ্রামের উত্তর কাট্রলীতে আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সনাতন ধর্মলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ ২৩শে সেপ্টেম্বর ২০২২ইং রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এইচ এম ভবনে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আলহাজ হোসনে আরা ওয়েলফেয়ার ট্রাস্টে প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম মনজুর আলম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ্ব এম সাইফুল আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন আকবরশাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ চৌধুরী ।
মোস্তাফা হাকিম কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আলমগীর।
আকবরশাহ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ লোকমান আলী, বীরেন্দ্র লাল দে ,তরুণ তপন দত্ত, মহিলা নেত্রী সবিতা বিশ্বাস সহ প্রমুখ।
আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও প্রায় এক হাজারেরও অধিক সনাতন ধর্মলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।