অদ্য ইং ০২/০৪/২০২৩ খ্রিঃ তারিখ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ লাইন্স ভরাডোবা প্যারেড গ্রাউন্ডে এপ্রিল/২০২৩ খ্রিঃ মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেড অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ
কিট প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার ইউনিটের পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কিট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। এ সময় তিনি অত্র ইউনিটের সকল পদবীর পুলিশ সদস্যদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও ইউনিটের পুলিশ পরিদর্শকবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।