বাচাও ভুমির মালিক” এই স্লোগানে জামালপুরের ইসলামপুর চরপুটিমারি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মমিনুল ইসলামের বিরুদ্ধে দালালদের অপপ্রচারের প্রতিবাদে উপকার ভোগী সচেতন ভূমির মালিকরা মানববন্ধন, প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে। রবিবার (১২মার্চ)সকালে চরপুটিমারি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি বেনোয়ারচর বাজার ও এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চরপুটিমারি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মমিনুল ইসলামসহ স্থানীয় উপকারভোগী ভূমির মালিকরা মানববন্ধন চলাকালে বক্তব্যে বলেন, চরপুটিমারি ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উপ-সহকারী কর্মকর্তা মমিনুল ইসলাম যোগদান করার পর ভূমি অফিসটিকে দালাল মুক্ত ঘোষণা করায় দালালরা ক্ষিপ্ত হয়ে নায়েবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, ঝাড়ু মিছিলসহ নানান অপপ্রচার করছে। এসময় তারা নায়েবের বিরুদ্ধে অপপ্রচার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অত্র ইউনিয়নের যোগদানের পর ভালো ভূমি সেবা দেওয়ার জন্য সাধারণ ভূমি সচেতন মালিকগণ নায়েব মমিনুল ইসলাম কে ফুলের মাল্য পড়িয়ে সংবর্ধনা দেন।