সামসুর রহমান (শুভ)স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে হাজারো পর্যটকের মিলন মেলা বসেছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নদী দ্বীপজেলা ভোলার মেঘনা নদীর তীরে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে আকর্ষণীয় এই নদীর তীরে হাজারো মানুষের ঢল।
বৃহস্পতি বার (৫ মার্চ) মেঘনা নদীর তীরে বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, হাজারো পর্যটকের পদচারণায় মুখর সমুদ্র। ছবিতোলা, হৈ-হুল্লোড়, আড্ডা, পরিবার নিয়ে সমুদ্র উপভোগে ব্যস্ত পর্যটকরা।
লক্ষ্য করা যায়, ঈদের প্রথম দিন আর দ্বিতীয় দিন যে পরিমাণ পর্যটক এই তীরে এসেছে। তার দ্বিগুণ পর্যটক ঈদের তৃতীয় দিনে এসেছে এই সমুদ্র তীরে,
সমুদ্র পথের আনন্দ ভ্রমণ পর্যটকদের ভ্রমণের নতুন মাত্রা যুক্ত করেছে । নদীর তীরের ফুছকা, ঝালমুড়ি সহ, ভিবিন্ন ব্যবসাহিদেরকে জিঙ্গাসা করলে তারা বলেন, গত বসর করোনা মহামারির কারনে তেমন কোন বেচাকিনা না থাকলে ও এবার তারা অনেক লাভবান হতে পেরেছে?