স্টাফ রিপোর্টারঃ একই সাথে দু’কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা।
বৃহস্পতিবার (২৪ মার্চ-২০২২)
সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের ফারজানা ক্লিনিকে এই তিন সন্তানের জন্ম হয়।
এই প্রসূতি মায়ের বাড়ি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে, সে ওই গ্রামের রাজু ইসলামের স্ত্রী রাশিদা খানম (২৭)।
ফারজানা ক্লিনিকের চিকিৎসক ডা: শাহীনা ফারজানা জানান, রাশিদা খানমকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের ক্লিনিকে ভর্তি করানো হয়। জরুরী ভিত্তিতে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে সিজারের মাধ্যমে দু’টি মেয়ে ও একটি ছেলে সন্তানের জন্ম হয়,
বাচ্চাদের অক্সিজেন সংকট দেখা দেওয়ায় জরুরী ভিত্তিতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মা ও তিন বাচ্চা সুস্থ রয়েছে।
ইতিপূর্বে রাশিদার লাবিজ হোসেন নামে চার বছরের এক পুত্র সন্তান রয়েছে।