নিজস্ব প্রতিবেদকঃ
একজন সংবাদকর্মী আরেকজন সংবাদকর্মীর নামে নিউজ করা মোটেও ঠিক নয়।
একজন পুলিশ সদস্য আরেকজন পুলিশ সদস্যের নামে কিছু বলে কিনা টেস্ট করে দেখিয়েন,একজন সেনাবাহিনী আরেকজন সেনাবাহিনীর নামে কিছু বলে কিনা টেস্ট করিয়েন তাহলে আমরা কেন একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবো অথবা নিউজ করবো।
বেশি অতিরিক্ত ঝামেলা হলে আমরা বসে সমাধান করবো,তাতেও যদি কাজ না হয় আইনের আশ্রয় নিবো কিন্তু তবু কেন নিউজ করতে যাবো আমি বুঝি না।
তাই আমি মনে করি কেউ না বুঝলে তাকে বুঝানোর চেষ্টা করবো।মনে রাখবেন আজ হয়তো আমি আপনি ভালো লিখতে পারি কিন্তু একদিন সেও আপনার নামে লিখবে।
যেই প্রোর্টালে সংবাদকর্মীর নামে নিউজ হয় আপনি খেয়াল করলে দেখবেন সেই প্রোর্টালে অনেকেই কাজ করতে চাই না।এবং প্রোর্টালের নাম খারাপ হয়ে যায়।তাই আমি আশাকরি সংবাদকর্মী ভাই-বোনেরা আমরা আমাদের নামে নিউজ থেকে বিরত থাকবো।
বিঃদ্রঃ/ সম্পুর্ণ ব্যক্তিগত অভিমত,সবার সাথে নাও মিলতে পারে।ধন্যবাদ।