পুতুল খেলা
এস এম মোশাররফ হোসেন
——————————————————————-
অস্থির এক জীবন আমার
নাই কোন তার গতি,
লাভের হিসেব করিনা তাই
হয় যে শুধু ক্ষতি।
সহজ সরল জীবন নিয়ে
ভেবে না পায় কূল,
সরল মনে যাহা করি
হয় যে শুধু ভুল।
ভুলে ভুলে ত্রিশটি বছর
পার করেছি পুরো,
এমনিভাবে হয়তো একদিন
হয়ে যাবো বুড়ো।
পরিণামে শেষ বয়সে
করবে হেলাফেলা,
আসলে এই জীবনটা এক
মাটির পুতুল খেলা।