সিরাজগঞ্জে এনায়েদপুর থানার ওসির তৎপরতায় এক অসহায়ের ব্যক্তির চুরি হওয়া ভ্যান উদ্ধার করা হয়েছে। ঘটনা সূত্রে, জানা যায় এক আসহায় বৃদ্ধ ব্যক্তির গত ১০/১২ দিন পূর্বে তার একটি ভ্যান চুরি হয়ে যায়। কিন্তু সে বৃ্দ্ধ ব্যক্তি থানায় কোন চুরির অভিযোগ করেনি। কিন্তু বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আনিসুর নিজস্ব উদ্যোগে তৎক্ষণিক চুরি হওয়া ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে এবং চুরি হওয়া ভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে সেই বৃদ্ধ ব্যক্তিকে থানায় ডেকে চুরি হওয়া উদ্ধারকৃত ভ্যানটি বুঝিয়ে দেয়। ভ্যানটি পেয়ে অসহায় বৃদ্ধটি ওসির কৃতজ্ঞতা প্রকাশ করেন।