মোঃ শাহ সৈয়দ খান ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান: অদ্য ইং ২৭/০৩/২৪ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহ শিল্পাঞ্চলের ভালুকা এলাকার “তাফরিদ কটন মিলস লিঃ” কারখানাটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ফ্যাক্টরিতে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও সাধারন শ্রমিকদের খোঁজখবর নেন। ঈদুল ফিতর উপলক্ষে তাদের নিয়মিত বেতন ও ঈদ বোনাস যথাসময়ে প্রদানের জন্য ফ্যাক্টরির কর্তৃপক্ষকে অনুরোধ করেন। এছাড়াও ফ্যাক্টরির সিসি ক্যামেরা, অগ্নি নির্বাপক সামগ্রী, সিকিউরিটি ব্যবস্থাসহ আনুষাঙ্গিক বিষয়গুলো পর্যবেক্ষণ করেন ও ঈদ চলাকালীন ফ্যাক্টরি বন্ধের সময় ফ্যাক্টরির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেন। পরিদর্শনকালে ইউনিটের সহকারি পুলিশ সুপার, কারখানাটির ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহ ইউনিটের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।