স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী জেলার কাঁকন হাট পৌরসভার মেয়র, এ.কে.এম আতাউর রহমান খাঁন এর সভাপতিত্বে জন শুমারী বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালা অনুষ্ঠানে সদস্য সচিব ও অতিথি হিসেবে বক্তব্য ও জন শুমারী বিষয়ক সার্বিক দিক নির্দেশনা মুলক আলোচনা করেন মোঃ শরিফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা (সদস্য সচিব)) উপজেলা পরিসংখ্যান অফিস গোদাগাড়ী, রাজশাহী।
তিনি বক্তব্য প্রদানকালে বলেন, জন শুমারী তথ্য সংগ্রহ দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্ব পূর্ণ বিষয় তাই তথ্য সংগ্রহকারী গন সঠিক ভাবে বাড়িবাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে কিনা সে বিষয়ে সজাগ থাকার জন্য উপস্থিত সকলকে দিক নির্দেশনা প্রদান করেন।
সদস্য সচিব ও পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের বক্তব্যে ও মতবিনিময় সভায় উপস্থিত কাউন্সিলর ও অন্যান্য অতিথি বৃন্দ জন শুমারী বিষয়ক বিভিন্ন তথ্য ও কার্যক্রম বিষয়ে জানতে চাইলে তিনি তার বক্তব্যের মাধ্যমে সভায় তুলে ধরেন।
সভায় উপস্থিত সকলকে জন শুমারী ও তথ্য সংগ্রহ চলাকালীন সময়ে তথ্য সংগ্রহকারীগন সঠিকভাব দায়িত্ব পালন করেছেন কিনা তা পর্যালোচনার কৌশল বিষয়ে কিভাবে সজাগ থাকতে হবে ত সে বিষয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
তার বক্তব্যের আলোকে সকলেই এ বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন,মোঃ আল মামুন ( প্যানেল মেয়র -০১)ও কাউন্সিলর ০৬ নং ওয়ার্ড, মোঃ শহিদুল ইসলাম সরকার ( প্যানেল মেয়র -০২) ও কাউন্সিলর ০৩ নং ওয়ার্ড, মোসাঃ আম্বিয়া খাতুন ( প্যানেল মেয়র -০৩) ও সংরক্ষিত আসন ০৪,০৫,০৬ নং ওয়ার্ড, খন্দকার মোঃ কামরুল হাসান, নির্বাহী কর্মকর্তা, কল্লোল হোসেন সরকার,কাউন্সিলর ০২ নং ওয়ার্ড, মোঃ আসেদ আলী, কাউন্সিলর ০৫ নং ওয়ার্ড, মোঃ জাহাঙ্গীর আলম, কাউন্সিলর ০৭ নং ওয়ার্ড, মোঃ মাহবুবুর রহমান, কাউন্সিলর ০১ নং ওয়ার্ড, মোঃ আনারুল ইসলাম, কাউন্সিলর ০৯ ওয়ার্ড, মোসাঃ শাহানাজ পারভীন, কাউন্সিলর, সংরক্ষিত ০৭,০৮,০৯, মোসাঃ মেরিনা পারভীন, সংরক্ষিত কাউন্সিলর, ০১,০২,০৩, মোঃ সারোয়ার মোর্শেদ (রুবেল) কর নির্ধারক,মোঃ ওবায়দুর রহমান, কম্পিউটার অপারেটর কাঁকন হাট পৌরসভা, রাজশাহী।
অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ এজাজ উদ্দিন সরকার,প্রধান শিক্ষক, কাঁকন হাট বালিকা উচ্চ বিদ্যালয়,মোঃ মেসবাহুল হক,জ্যৈষ্ঠ প্রভাষক ( গণিত) কাঁকন হাট কলেজ, হাফিজ কামাল উদ্দিন সাধারণ সম্পাদক, কাঁকন হাট বনিক সমিতি সহ অন্যান্য আমন্ত্রিত অতিথি বৃন্দ।
উক্ত সভার সভাপতি, এ কে এম আতাউর রহমান খাঁন মেয়র কাঁকন হাট পৌরসভা, রাজশাহী সকলকে ধন্যবাদ জানিয়ে জন শুমারী বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ চলাকালীন সময়ে সবাই সজাগ থেকে নিজ নিজ ওয়ার্ড ও এলাকায় জন শুমারী সুন্দর ও সফল করার আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তিনার জন্য ও দোয়া চেয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন। সভা শেষে অতিথি বৃন্দের জন্য নাস্তা দেয়া হয়।