গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ০৬ নং দরবস্ত ইউপির ২ নং ওয়ার্ডের হরিতলা বাজারস্থ হরিতলা হাইস্কুল এর পাশে জনৈক রমেশ এর বাঁশ ঝাড়ের ভিতর হইতে অফিসার ইনচার্জ ডিবি, গাইবান্ধা এর নেতৃত্বে ডিবি, গাইবান্ধার অফিসার/ফোর্স জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। ১৯ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ সময় ১৯.৩৫ ঘটিকায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ০৬ নং দরবস্ত ইউপির ২ নং ওয়ার্ডের হরিতলা বাজারস্থ হরিতলা হাইস্কুল এর পাশে জনৈক রমেশ এর বাঁশ ঝাড়ের ভিতর জুয়া (ডাবু) খেলারত অবস্থায় ০৭ জন জুয়ারি কে ধৃত করি এবং জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করে ও আলামত হিসেবে জব্দ করা হয়।