রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান:-গাইবান্ধা জেলা ডিবি অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান গাইবান্ধা এর নেতৃত্বে
ডিবি, গাইবান্ধার অফিসার/ফোর্স মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করেন।
১৫ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ, সময় ১৭.৩০ঘটিকায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার ০৫ নং ওয়ার্ড এর পলাশবাড়ী চৌরাস্তা মোড় আলীম উদ্দিন সরকার সুপার মার্কেটের সামনে টেংড়া টু বাদিয়াখালি রোডের উপর আসামী ১। শ্রী মানিক বাসফোর এর দেহ তল্লাশীকালে তাহার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হইতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো মাদকদ্রব্য কথিত হেরোইন, ওজন ২ (দুই) গ্রাম, মুল্য অনুমান-২০,০০০/-(বিশ হাজার) টাকা।
২। মোঃ সাহেদ রহমান পাভেল এর দেহ তল্লাশীকালে তাহার পরিহিত জিন্স প্যাণ্টের সামনের বাম পকেট হইতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো মাদকদ্রব্য কথিত হেরোইন, ওজন ২ (দুই) গ্রাম, মুল্য অনুমান-২০,০০০/-(বিশ হাজার) টাকা উদ্ধার করে ও আলামত হিসেবে জব্দ করা হয়।
.অভিযুক্তের নাম ও ঠিকানাঃ আসামী ১। শ্রী মানিক বাসফোর(৩৩), পিতা- শ্রী ভুট্টু বাসফোর, মাতা- শ্রীমতি চম্পা রানী, সাং- গোরস্থানপাড়া গাইবান্ধা।
২। মোঃ সাহেদ রহমান পাভেল(৩৪), পিতা- মোঃ মাহফুজার রহমান, সাং চকমমরোজপুর, খানকাশরীফ , উভয় থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা।
আসামিদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।