গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে ইয়াবাসহ সাহারুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে
বৃহম্পতিবার দিনগত রাতে উপজেলার বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সাহারুল বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবু তাহেরের ছোট ভাই।তারা ওই গ্রামের আবু হোসেনের ছেলে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানী কোমান্ডার আসিফ-উদ-দ্দৌলা জানান, সাহারুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ইয়াবাসহ সাহারুলকে গ্রেফতার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, ৩৩ পিস ইয়াবাসহ আটক সাহারুলকে রাতেই পলাশবাড়ী থানায় হস্তান্তর করে করে র্যাব। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে সাহারুলকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।