গাইবান্ধা জেলা ডিবি অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান এর নেতৃত্বে
গাইবান্ধার অফিসার/ফোর্স জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
২৯ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ সময় ০৪-৪৫ ঘটিকায় গাইবান্ধা জেলার ফুলছড়ি থানাধীন ০১ নং কঞ্চিপাড়া ইউপির ৮ নং ওয়ার্ডের ভাসারপাড়া গ্রামের আসামী মোঃ খাজা মিয়া (৪৫) এর শয়নকক্ষের পূর্ব পাশে ফাকা জায়গায় জুয়া (ডাবু) খেলারত অবস্থায় ০৮ জন জুয়ারি কে আটক করে এবং জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করে ও আলামত হিসেবে জব্দ করা হয়।
জুয়ার সরঞ্জামাদি সহ মোট উদ্ধার ৪১২০ (চার হাজার একশত বিশ ) টাকা ও গ্রেফতার:- মোট ০৮ জন।
জুয়ারি দের নাম দেওয়া হলো।
১. মোঃ বাবু মিয়া (৩২),পিতা-মৃত মেহের আলী,২. মোঃ রিপন মিয়া(৩০),পিতা- মৃত কছর আলী,৩. মোঃ রাসেল মিয়া (২৫),পিতা- খয়বর মিয়া,৪. খাজা মিয়া (৪৫),পিতা- মৃত নছর মিয়া,৫. মোঃ শাহিন মিয়া (৩০),পিতা- ফজলু মিয়া,৬. মোঃ শাহিন মিয়া (৪৫),পিতা- মৃত আবুল হোসেন ৭. আবুল কালাম (২৮),পিতা- সাজু মিয়া, সর্বসাং- ভাসারপাড়া, ৮. মশিউর রহমান (২২), পিতা- মৃত মমতাজ,সাং- ঘোলদহ, সর্বথানা- ফুলছড়ি,জেলা- গাইবান্ধা।
জড়িতদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় প্রসিকিউশন দাখিল প্রক্রিয়াধীন।