গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
পরিবেশ একেবারে নষ্ট হয়ে গেছে,,পৌর পার্কে প্রতিদিন ছোট ছোট দলে বিভক্ত কিশোর গ্যাং জন্ম নিচ্ছে।
আরও জানতে পারলাম,তাদের ব্যাগে নাকি বিভিন্ন দেশীয় ভাবে বানানো রড,পাইপ,সাইকেলের চেন,জাতীয় বস্তুু থাকে।স্কুল কলেজের মেয়েদের নিয়ে প্রায় দিন মারা মারি লাগছে,ইভটিজিং বেড়েছে। শহরের আশপাশ থেকে যারা পরিবার সহ কেনাকাটা করতে আসছে, স্বামী স্ত্রী যুগল কেনাকাটা শেষে একটু সময় দিচ্ছে ঘুরছে একান্তে তাদের সাথে নাকি ইচ্ছেকৃত ধাক্কা লেগে অপৃতিকর ঘটনা ঘটাচ্ছে কিছু বখাটে ছেলেরা।অভিভাবক দের দৃষ্টি আর্কষন করে বলছি,আপনার সন্তান কখন স্কুল কলেজে,কোচিং এ যাচ্ছে আর ফিরছে কখন, খোঁজ নিন অনেক মেয়ে নাকি সকাল ৭/৮ টায় আসে সারাদিন থাকে বিকেলে যায় কাদের সন্তান এরা, গ্রামগন্জ থেকে অনেক অভিভাবক অনেক স্বপ্ন নিয়ে শহরে মেসে রেখে যারা লেখাপড়া করাচ্ছেন, সেই সমস্ত অভিভাবক ও শহরস্ত অভিভাবকদের খোঁজ খবর রাখা অত্যন্ত জরুরী কি করছে আপনার সন্তান। না হয় পরে বড় ধরণের বিপদে পড়বেন এই সমস্ত অভিভাবক বৃন্দ আমরা আরেকটি তৃষা হত্যা জন্ম দেখতে চাই না।